** বাংলাদেশস রকারীক র্মক মিশনসচিবালয়, আঞ্চলিককার্যালয়, বরিশাল; কর্মকমিশন সচিবালয়ের বিভাগীয় শহর, বরিশাল আঞ্চলিক কার্যালয়। একার্যালয়ে প্রধান কার্যালয়, ঢাকা হতে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন পদের আবেদন পত্রগ্রহন করে।
** প্রাপ্ত আবেদন পত্র গ্রহন শেষেতা পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য পিএসসি এর প্রধান কার্যালয়ে প্রেরণ করে।
**বর্তমান বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হয়। এক্ষেত্রে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী টেষ্ট ও লিখিত পরীক্ষাসমূহ পিএসসির প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে ও পরীক্ষা গ্রহন করা হয়। সেক্ষেত্রে বরিশাল পিএসসিও পরীক্ষাসমূহ গ্রহন করে থাকে।
** পিএসসি কতৃক গৃহীত কোন পরীক্ষা বা কোন ধরনে রনোটিশ বা কোন পরীক্ষা সংক্রান্ত তথ্য পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে।
** পিএসসির কোন ধরনের কোন তথ্য জানতে চাওয়া হলে প্রধান কার্যালয়ের মাধ্যমে উক্ত তথ্য সংগ্রহ করে তা যথা সম্ভব জানিয়ে দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস